DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে বিদ্যুৎ লোডশেডিং ও কাল্পনিক বিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত

DoinikAstha
সেপ্টেম্বর ৫, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ঘনঘন লোডশেডিং, রিডিং বর্হিভুত ভুইঁফোড়া বিলে বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ। ফলে ব্যবসায়ীরা রবিবার বিকাল সাড়ে ৩ টায় মানববন্ধনে এসে অভিযোগ করে বলেন, দিনে গড়ে ২/৪ ঘন্টা লোডশেডিং, বছরের পর বছর রিডিং বর্হিভুত বিল, বিদ্যুৎ লাইন সংযোগে ৫/১০ হাজার টাকা, আবাসিক মিটারে বাণিজিক অটো রিক্সা চার্জ, প্রতিবাদ করলে মিটার পরিবর্তনে বাধ্য করাসহ নানা অভিযোগে গ্রাহকরা অতিষ্ঠ ।

বিদ্যুৎ বিভাগের লাগামহীন দুর্নীতির বিচারের দাবীতে ও বিদ্যুৎ বিভাগের গ্রাহক হয়রানীর প্রতিবাদ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবীতে বাজারের শতশত ব্যবসায়ীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় মানববন্ধন করেন। এর আগে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হন। পরে ব্যবসায়ীরা মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর বাঁধার মুখে বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, তুষার পাল। এসময় ব্যবসায়ীরা মানববন্ধনে ব্যানারের পাশাপাশি ভুইঁফোড় বিলের কপি হাতে নিয়ে বিদ্যুৎ অফিসের লাগামহীন দুর্নীতির প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বদলীসহ দুর্নীতির বিচার দাবী করেন। এ সময় এই আন্তঃজেলা সড়কে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মানিকছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী বলেন, আশা করি মাস দেড় মাসের মধ্য পরিস্থিতি সহনশীল পর্যায়ে চলে আসবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭