DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাস্ক ব্যবহারে পুলিশের ক্যাম্পেইন

DoinikAstha
মার্চ ২১, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ক্যাম্পেইন করা হয়েছে।

রোববার (২১ মার্চ) সকালে ১৪ থানায় একযোগে এই ক্যাম্পেইন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এজন‌্য আজ সকাল থেকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে পথচারীদের সচেতনতার পাশাপাশি মাস্ক ও সেনিটাইজার বিতরণ করে জেলা পুলিশ। করোনা মোকাবিলায় এই ধরনের কাজ অব‌্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।

এসময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭