DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্মশানের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

DoinikAstha
জানুয়ারি ৩, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:ভারতে বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুরাদনগরে ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ১৮ জনের। আজ রবিবার ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৩৮ জনকে। যাদের অনেকেরই অবস্থা গুরুতর। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, বৃষ্টিপাতের মধ্যে ওই শ্মশান ভবনে অন্তত ২৫ জন সেখানে আশ্রয় নেয়। পাশেই রাম ধন নামে এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল। সেখানে তার আত্মীয়-স্বজনসহ আরও অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় হঠাৎই ছাদ ভেঙে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে উদ্ধারকাজ। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং-ও দুঃখ প্রকাশ করেছেন।

উত্তরপ্রদেশ পুলিশ বলছে, গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার উখালারসি গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয়-স্বজনরা তার শেষককৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। পরিবারটি যখন মৃত ব্যক্তির শেষকৃত্যটি করছিল তখন শ্মশান ঘাটের ছাদটি ধসে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬