DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে গবাদীপশু হত্যার চেষ্টায় ক্ষতি পুরন প্রদান  

Abdullah
মে ১, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগরে গবাদীপশু হত্যার চেষ্টায় ক্ষতি পুরন প্রদান

 

মোঃ শাহাজান ইসলাম/সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বনবিবিতলা গ্রামের জহুরা বেগম বাদী হয়ে গরুর পেটে কাচি ঢুকাইয়া হত্যার চেষ্টার অভিযোগে গত ২৬শে এপ্রিল বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

 

বিবাদী একই গ্রামের মোঃ মনিরুজ্জাম ও মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগে উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় জহুরা বেগমের গরুটি সকাল বেলা বিলে ঘাস খাওয়ার উদ্দেশ্য ছেড়ে দেয়। সকাল ৯ দিকে খবর গরুটিকে পেটে কাচি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে স্থানীয় বিবাদী একই গ্রামের মোঃ মনিরুজ্জাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

 

লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ২৭ শে এপ্রিল সকাল ১০টায় বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য নোটিশ করা হলে উভয় পক্ষের লোকজন হাজির হয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের নেতৃত্বে বাদী-বিবাদীর বক্তব্য শোনা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন, স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এক পর্যায়ে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সকলের আলোচনার মাধ্যমে ৩০শে এপ্রিল গ্রাম্য আদালত পরিচালনা করে মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন প্যানেল চেয়ারম্যান। তাৎক্ষণিক গ্রাম্য আদালত পরিচালনা করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাদী পক্ষে ইউপি সদস্য মহাতাপ উদ্দিন সরদার, সাংবাদিক ও উন্নয়নকর্মী মোঃ ফজলুল হক বিবাদী পক্ষের ইউপি সদস্য সদস্য আজিজুল ইসলাম ও সাংবাদিক জি এম রুস্তুম আলী।

 

গত ২৮ তারিখ গ্রাম্য আদালত পরিচালনা করার আগেই উভয় পক্ষ আপোষ করার জন্য ইউপি সদস্য মহাতাপ উদ্দিন সরদারের নিকটে এসে গরুটি দাম ৪০ হাজার টাকা ধার্য করে জবাই করে মাংসের দাম ২২ হাজার টাকা আর বিবাদীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে ইউপি সদস্য আপোষ হয়েছে বলে গ্রাম্য আদালত পরিচালনা না করার জন্য আবেদন করে। ৩০ শে এপ্রিল সকালে উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে মিলিত হয়ে পরিষদ কতৃক আপোষনামায় স্বাক্ষর করে বাদী – বিবাদীর নিকট হতে ক্ষতিপূরণ বাবদ ১৮ হাজার টাকা বুঝিয়া পায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬