DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের ফাঁকা গুলিবর্ষণ: মাটিরাঙ্গায় কৃষকের উপর সন্ত্রাসীদের হামলায় আহত-২০

DoinikAstha
এপ্রিল ৪, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ নিজস্ব জমিতে কচুসহ সবজি চাষাবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে বাঙ্গালীরা। এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তাইন্দং -তবলছড়িতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আজ রবিবার (৪ এপ্রিল) সকল থেকে মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ির শুকনাছড়ি, ইসলামপুর, লাইসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপিডিএফ সন্ত্রাসীরা বাঙ্গালীদের বেধড়ক মারধর ও ব্যাপক গুলিবর্ষণে মনির হোসেনসহ আহত হয়েছে অন্তত ১৫-২০জন বাঙ্গালী।
এছাড়াও অসংখ্য বাঙ্গালীদের জিম্মি করে রাখার অভিযোগ করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। আহতদের পানছড়ি, মাটিরাঙ্গা হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন । অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং-তবলছড়ির শুকনাছড়ি, ইসলামপুর, লাইসাপাড়া এলাকায় নিজেদের ভূমিতে চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় উপজাতিরা।
এতে বাঙ্গালীদের সাথে পাহাড়িদের কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয় পাহাড়িরা। তাদের সাথে যুক্ত হয়ে জায়গা ত্যাগ না করায় বাঙ্গালীদের বেধড়ক মারধর করে পাহাড়ি স্বশস্ত্র সস্ত্রাসীরা।
এ সময় বাঙ্গালীদের জিম্মি করে রাখা হয় সেখানে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে গেলে তাদের উপর আরো চড়াও হয়ে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে স্থানীয়রা অভিযোগ করে। অনেকে আবার বাড়ী ফিরেছে পালিয়ে।
পাহাড়িরা বাঙ্গালীদের আটকে রেখে মারধর ও গুলিবর্ষণের প্রতিবাদে তখন সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় এলাকাবাসীর আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঐ এলাকার পরিবেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বাঙালীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন মাটিরাঙ্গার যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী।
এ ঘটনার জন্য প্রসীত পন্থী পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করলেও ঘটনার সাথে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।
মাটিরাঙ্গার ওসি মুহাম্মদ আলী এ ঘটনাকে অত্যান্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮