DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে পাকিস্তানের লাখভিকে পাঁচ বছরের কারাদণ্ড

DoinikAstha
জানুয়ারি ৮, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের লাহোরে অ্যান্টি-টেরোরিজম আদালত আজ শুক্রবার এই রায় দেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে।

জাকিউর রহমান লাখভির বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য গঠিত তহবিলে অর্থের জোগান দিতে একটি স্বাস্থ্য কেন্দ্র চালানোর। তার ভিত্তিতে গত ২ জানুয়ারি লাহোর থেকে লাকভিকে গ্রেপ্তার করে পুলিশ। তার ঠিক ছয়দিনের মধ্যেই লাকভিকে পাঁচ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিলেন আদালত।

আদালতের রায়ে বলা হয়, অ্যান্টি-টেরোরিজম আইন-১৯৯৭-এর আওতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে লাখভি দোষী সাব্যস্ত হয়েছেন।

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার কথিত মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাখভিকে প্রথম ২০০৮ গ্রেপ্তার করা হয়, কিন্তু পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬