DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে ২০ তলা বিল্ডিং থেকে পড়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

DoinikAstha
জুন ১১, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা প্রতিনিধি :ভাগ্যের চাকা ঘুরাতে সিঙ্গাপুরে গিয়ে ২০ তলা বিল্ডিং থেকে পড়ে নাজমুল হোসেন নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে গত ৩ বছর পূর্বে সিঙ্গাপুর পাড়ি জমায়। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি কনকট্রাকসের বিল্ডিং থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নাজমুল আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার সেকেন্দার আলির ছেলে।

 

জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাঠপাড়ার সেকেন্দার আলির ছেলে নাজমুল হোসেন। সে গত ৩ বছর পূর্বে ভাগ্যের চাকা ঘুরাতে সিঙ্গাপুর পাড়ি জমায়।

গত ৩ বছর যাবৎ ওই দেশের একটি কনস্ট্রাকসন কোম্পানির আওতাধীন কাজ করতো। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার নাজমুল কনকট্রাকসনের কাজে যায়। বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে কর্মরত কনকট্রাকসনের বিল্ডিং এর ২০ তলা থেকে পড়ে মারা যায়। সন্ধ্যায় নাজমুলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার গোবিন্দপুর মাঠ পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

 

পারিবারিক সুত্রে ও গোবিন্দপুর মাঠপাড়ার ইটালি প্রবাসি আব্দুল কুদ্দুস জানান, নাজমুল সিঙ্গাপুরে কাজ করার সময় ২০ তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। তার লাশ আসতে ৭/৮ দিন সময় লাগবে। সেকেন্দার আলীর এক ছেলে ও এক মেয়ে। মৃত নাজমুল হোসেন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন ।

 

এ ব্যাপারে সিঙ্গাপুর হাইকমিশন সুত্র বলেন, “আমরা সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে বিস্তারিত খবর পেয়েছি এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।

আমরা আমাদের কোনও প্রবাসী ভাইয়ের এমন নির্মম মৃত্যু আশা করিনা। আমরা সিঙ্গাপুর পুলিশের সাথে যোগাযোগ করে লাশ দ্রুত সময়ে দেশে পাঠানোর ব্যাবস্থা করবে বলে জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮