DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিলেটে উদ্বোধনের আগেই ধসে পড়ল যাত্রী ছাউনি

DoinikAstha
এপ্রিল ২০, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলসীদ যাত্রী ছাউনি।

সোমবার (১৯ এপ্রিল) রাতে যাত্রী ছাউনিটি ধসে খাদে পড়ে যায়। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয় এই যাত্রী ছাউনি। যার ব্যয় ২ লাখ ৩০ হাজার টাকা।পিআইসির মাধ্যমে এটি নির্মাণ করেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই ধসে পড়েছে গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনিটি।

আমলসীদ এলাকার মঞ্জু আহমদ বলেন, “এ প্রকল্পটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ত্বাবধানে বাস্তবায়ন হয়েছে। এ কাজের প্রকল্প কমিটির চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান। এ যাত্রী ছাউনিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকত। রাতের বেলা ধসে পড়ায় প্রাণহানি বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”

এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু বলেন, “ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এখনও ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩