DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলি বন্দরে অস্থির পেঁয়াজের বাজার

Abdullah
অক্টোবর ৩০, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি বন্দরে অস্থির পেঁয়াজের বাজার

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

পূজার ছুটির পর থেকেই হিলি স্থলবন্দরে অস্থির পেঁয়াজের বাজার। ভারতীয় অভ্যন্তরে দাম বৃদ্ধি ও রপ্তানিমূল্য বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। হঠাৎ করে বন্দরে দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।

আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে আর আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগেই ৬০ টাকা পেঁয়াজ কিনেছি এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা কিনতেছি।

স্বপন নামের এক পাইকার বলেন, পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজ দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে ভারত সরকার। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ মার্কিন ডলার। এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকা। দেশে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে জানান তিনি।

কাস্টমস সুত্রে জানা যায়, গতকাল রোববার হিলি স্থলবন্দরে ১৫টি ভারতীয় ট্রাকে সাড়ে ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে চার প্রদেশের পেঁয়াজ আমদানি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮