DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

২৫ শে মার্চ উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা” লিখন দে সুদীপ্ত,

DoinikAstha
মার্চ ২৫, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি , ভোলা: ২৫ শে মার্চের কালরাত্রি কে স্মরণ করে বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হলো আলোচনাসভার। উক্ত আলোচনা সভার আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ,, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া,, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ভূমি কমিশনার,, সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা,, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযোদ্ধাসহ উপজেলার সর্বস্তরের বিভাগের কর্মকর্তারা।
উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছিল উক্ত সভায় জনতার উদ্দেশ্যে এবং সভাসদদের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাননীয় অতিথিরা বক্তব্য রেখে নানা উপদেশ মূলক ও বাংলার ইতিহাসের কথা বলেন।
উক্ত সভায় গভীরভাবে স্মরণ করা হয়েছিল তাদের যারা ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র,, ঘুমন্ত অবস্থায় নিজের প্রাণ ত্যাগ করেছিলেন পাপীদের হাতে ।
স্মরণ করা হয় তাকে যিনি এই মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন,, বাংলার অবিসংবাদিত নেতা বাঙালি জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
যার জন্ম না হলে হয়তো এই স্বাধীনবাংলা থাকতো না , যার জন্ম না হলে হয়তো এই বাংলার অস্তিত্ব থাকত না। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ বলেন –“এই বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি , ২৫ মার্চ কালো রাতে যারা প্রাণ দিয়েছেন তাদের ঋণ কখনোই শোধ করা যাবে না ।
শুধু তাদের আত্মার শান্তির জন্য দেশের মঙ্গলের জন্য এই স্বাধীনতা রক্ষা করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য,, এই বাংলাদেশকে সোনার বাংলা গড়া এই হবে আমাদের স্বাধীনতা রক্ষার একমাত্র কাজ”।
উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া বলেন —“পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে দেশ , কে ধ্বংস করবে মোদের সোনার বাংলাদেশ?? যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ ক্ষতি হবেনা বাংলাদেশ “।
এক পর্যায়ে শহীদদের উদ্দেশ্যে শান্তি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা হয়।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩