DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আ স ম ফিরোজ মোল্লা এমপি’কে হুমকি

Abdullah
এপ্রিল ১৪, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

আ স ম ফিরোজ মোল্লা এমপি’কে হুমকি

 

রবিউল ইসলাম/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী-২ বাউফল উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ মোল্লাকে ফেইসবুকে পোস্ট করে হুমকি দেওয়া হয়েছে। সেই ফেইসবুকে পোস্টে লেখাছিলো আ স ম ফিরোজ মোল্লা আপনার বগা মাটির উপর দিয়ে যেতে হলে রক্তের উপর দিয়ে যেতে হবে। হয় আপনার না হয় আমার/আমাদের’’নুর এ রোমান নামের একটি ফেসবুক আইডি থেকে বাউফলের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য আসম ফিরোজকে এ হুমকি দেয়া হয়েছে। আসম ফিরোজ বাউফলে আসার ২৪ ঘন্টা আগে (১২ এপ্রিল) এ হুমকি দেয়া হয়।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আসম ফিরোজ এমপি পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো। এরপর শুক্রবার (১৪ এপ্রিল) তিনি বাউফলে আসবেন। তাকে বাউফলে আসতে হলে বগা বন্দরের উপর দিয়েই আসতে হয়।

 

আসম ফিরোজ এমপিকে ফেসবুকে হুমকি সংবলিত পোস্ট দেয়ার পরে তিনি ফেসবুক প্রোফাইলটি লক করে রেখেছেন। তবে এ ব্যাপারটি নিয়ে ভীত নয় আসম ফিরোজ এমপির কর্মী সর্মর্থকরা। বর্তমানে নুর এ রোমানের ফেসবুক প্রোফাইলটি লক করা রয়েছে।তাকে ম্যাসেস দিয়েও কোন সাঁড়া পাওয়া যায়নি।

 

পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এনায়েত খান সানা বলেন,‘ আসম ফিরোজ এমপি ভয় পাওয়ার মানুষ নয়। তার জীবনটাই একটি সংগ্রামী জীবন। বাউফলের মানুষ তাকে তাকে ভালোবাসে বলেই ৭ বার এমপি নির্বাচিত করেছেন। তার বিকল্প কেউ নেই। কেউ হয়তো কাউকে খুশি করতে ফেসবুকে এই পোষ্ট দিয়েছেন।

 

উল্লেখ গত ১৭ মার্চ জাতির জনকের জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসম ফিরোজ এমপির অনুসারিরা। এরপর থেকে বাউফলে দুই পক্ষের মধ্যে উত্তেজন চলে আসছে। ধারণা করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসম ফিরোজকে এ হুমকি দেয়া হয়েছে।

আরো পড়ুন :  করিমগঞ্জে ৩৫টি এন্ড্রয়েড মোবাইলসহ দুই চোর আটক

 

এ ব্যাপারে এমপি আ স ম ফিরোজ বলেন, আমি হামলা মামলার রাজনীতি করি না, কে বা কারা জানি ফেইসবুকে লিখছে শুনছি, আর কিছু আমার জানা নেই।

 

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪