DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা

Abdullah
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা

 

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে মোবাইল কোটে কসাইয়ের জরিমানা হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দৌলতপুর গ্রামের কসাইকর মৃত আব্দুল গফুরের ছেলে ইদ্রিস আলী (৪৫) এর ক্রয়কৃত একটি রোগাক্রান্ত গরু যেন প্রাণ যায় যায় অবস্থা, এমন পরিস্থিতিতে ওই রোগাক্রান্ত গরুটি জবাই করে কসাইকর ইদ্রিস আলী এবং তা বিক্রির জন্য ধামইরহাট বাজারে নিয়ে আসার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের প্রেক্ষিতে এমন খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসন দৌলতপুর গ্রামে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মোবাইল কোর্টের প্রসিকিউটর কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন রোগাক্রান্ত গরুর গোস্ত জব্দ করলে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন সুলতানা পশু জবাই ও মাংসের মান নিয়িন্ত্রন ২০১১ এর ৫, ৮ ও ১৭ ধারা মোকাবেক জবাইয়ের পূর্বে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও লাইসেন্স ব্যতীত পশু জবাইয়ের অপরাধে মোবাইল কোর্টে সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন জানান, ভোক্তা পর্যায়ে মান সম্মত সেবা প্রদানের লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরও বিভিন্ন খামারি, ফিড বিক্রেতা সহ বিভিন্ন পর্যায়ে খাদ্য সামগ্রী মান যাচাই করা হচ্ছে, ভেজাল বিরোধী অভিযানও চলমান রয়েছে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮