রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে কারেন্টজাল ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১০৫০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে কারেন্টজাল ব্যবসায়ীকে জরিমানা
আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কারেন্টজাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা ভুমি অফিসের সার্টিফিকেট পেশকার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম আবু দারদা, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুনঃরাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের ৪ সদস্যসহ ৮ জন গ্রেফতার
অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ১২হাজার ৫শত মিটার কারেন্টজাল জব্দ করাসহ ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাফেজ উদ্দিন মন্ডলের ছেলে কারেন্টজাল ব্যবসায়ী আব্দুর রহমানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫ টাকা জরিমানা করা হয়েছে।
পরে জনসম্মুখে অবৈধ কারেন্টজাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
																			






















