শিরোনাম:
সানন্দবাড়িতে ইয়াবাসহ আটক-এক
Md Elias
- আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬৬ বার পড়া হয়েছে
সানন্দবাড়িতে ইয়াবাসহ আটক-এক
বোরহান উদ্দিন/দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (১৯ ফেব্রয়ারী) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথেরর পর এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সানন্দবাড়ির পুলিশ।
গোপন সংবাদের ভিক্তিতে এস আই মোঃ আঃ খালেক, এসআই আঃ মান্নান, এএসআই, এএসআই তরিকুল ইসলাম ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাথরের চর এলাকা থেকে ৫শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোতালেব হোসেন মতলে (৪০) পিতা মৃত আঃ হামিদ সাং- জন্দীর কান্দা,থানা- জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
[irp]













