DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রিপন খানের সুর-সংগীতে সুমনার প্রিয় মানুষ গানটি কভার করছেন অয়ন চাকলাদার

আস্থা নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিছু কিছু গান মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। হতে পারে সেই সব গান সুপারডুপার হিট আবার হতে পারে বিশাল শ্রোতামণ্ডলীর শোনার বাহিরে। এমনই একটি গানের নাম ❝প্রিয় মানুষ❞। এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিংবদন্তি সংগীত পরিচালক ও জিংগেল কিং রিপন খান এবং গেয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠের (২০১৭) চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনা (গানটির মূল শিল্পী)।

গানটি লিখেছেন সিয়াম সরকার জান। গানটি গত জুন মাসের ২৫ তারিখে ই কিউ মিউজিক স্টেশন’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরপর থেকে যারাই গানটি শুনেছেন করেছেন হৃদয় নিংড়ানো প্রশংসা। এমনই প্রশংসার ধারাবাহিকতায় গানটি হৃদয়ে গেঁথে গেলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ❝পরাণ❞ সিনেমার ❝চলো নিরালায়❞ খ্যাত অয়ন চাকলাদারের। গানটি তার এতোটাই ভালোলাগে যে তিনি গানটির কভার ভার্শন করতে চেয়েছেন। চলতি মাসের গত ১৬ তারিখ সোমবার গুলশান নিকেতনে অবস্থিত ইকিউ মিউজিক স্টুডিওতে গানটির কভার ভার্শনে কণ্ঠ দেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার। গানটির সম্পর্কে অয়ন চাকলাদার বলেন,” অনেক দিন পর কোনো গান বারবার শুনেছি। সত্য কথা বলতে গেলে, গানটি শুনে আমি অঝোরে কেঁদেছি। আমার প্রথম ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে গেছে গানটি শুনে। সুমনা খুব খুব ভালো গেয়েছে। বিশেষ করে, সুমনার গায়কীটাই আমার সারাটা জীবন মনে গেঁথে থাকবে। যেহেতু আমিও একজন শিল্পী তাই চিন্তা করলাম গানটির কভার ভার্শন করবার। সংশ্লিষ্ট যারা আছেন অর্থ্যাৎ শ্রদ্ধেয় রিপন খান স্যার এবং গানটির গীতিকার সিয়াম সরকার জান’এর কাছে কভার করবার ইচ্ছে পোষণ করি। উনারাও রাজি হয়ে যান৷ যা হোক, গানটিতে ভয়েস দিলাম খুবই ভালো লাগলো।

সুমনার এই গানটি বেঁচে থাকবার মতো একটি গান। শিঘ্রই গানটি আসবে ইকিউ মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। সুমনার এই গানটি কভার করতে পেরে খুব ভালো লাগছে। অনেক দিন পর একটি ভালোলাগার গান করলাম।” তরুণ গীতিকবি সিয়াম সরকার জান বলেন,” এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। আমার লেখা খুব খুব প্রিয় একটি গান। আমার ক্যারিয়ার মাত্র শুরু ভবিষ্যতে আরও অসংখ্য গান রচনা করতে পারবো ধরে রাখলে। কিন্তু এই গানটি আমার হৃদয়ের সবচেয়ে গভীরতম জায়গায় থেকে যাবে। গানটির প্রসঙ্গে বলতে গেলে শুরুতেই যার নাম বলতে হয় উনি হচ্ছেন আমার ওস্তাদজী কিংবদন্তি সংগীত পরিচালক ও বাংলাদেশের জিংগেল কিং শ্রদ্ধেয় রিপন খান স্যার। স্যারের এক্সপেরিমেন্টাল সুর ও কম্পোজিশনে গানটি হয়ে উঠেছে অনবদ্য। আর শেখ ফারজানা তাসনিম সুমনা তো আমার দেখা খুবই ভিন্নধর্মী গায়িকা। অসাধারণ প্রতিভার অধিকারী সে। তার মধ্যে একটি অনন্য-অসাধারণ শিল্পীসত্ত্বা আছে। বর্তমান সময়ের ও তরুণদের মধ্যে সবচেয়ে অসাধারণ গায়িকা আমি তাকেই মনে করি। আমার বিশ্বাস, আজকের এই সুমনা একদিন দেশের লক্ষ কোটি সুমনার অনুপ্রেরণা হয়ে উঠতে পারবে। সুমনার এই গানটি আমার সব সময়কার প্রিয় গান। এই গানের আরও কভার ভার্শন হোক। গানটি হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে যাক। খুব আনন্দ লাগছে যে অয়ন চাকলাদার ভাই সুমনার এই গানটির কভার ভার্শন করতে চেয়েছেন। সে আমার খুব প্রিয় একজন বড় ভাই। তার গান আমার খুব ভালো লাগে। তার সাথে এটাই আমার প্রথম কোনো কাজ। আশা করি, সামনে আরও কাজ করতে পারবো। যা হোক, অবশেষে শুধু একটা প্রত্যাশাই করে শেষ করছি যে আমার লেখা সুমনা’র এই গানটি অমরতা পাক; আমি জানি না আমার এ প্রত্যাশা সফল হবে কি না। জয় হোক ভালোবাসার। জয় হোক মানবতার। দ্য শো মাস্ট গো অন।” শেখ ফারজানা তাসনিম সুমনা বলেন,”শ্রদ্ধেয় রিপন খান স্যারের সুর ও কম্পোজিশনে সিয়াম সরকার জান’এর কথায় “প্রিয় মানুষ” গানটি গেয়েছি আমি। গানটা অসম্ভব সুন্দর একটা গান। স্যারের সামনেই বসে স্যারের সুর করা দেখা ও তাঁর জ্ঞান অন্বেষণ করার সৌভাগ্য হয়েছে আমার। আর সিয়াম সরকার জান একজন তরুণ গীতিকার, তিনি দারুণ লেখেন। সব মিলিয়ে গানটি পরিপূর্ণ প্যাকেজ। আমি গাইতে পেরেছি, আমার পাওয়া।

আমি অয়ন ভাইকে ধন্যবাদ জানাই গানটি ভালো লাগার জন্য। অয়ন চাকলাদার ভাইয়ের ভোকাল দূর্দান্ত। তিনি এ গানটি পছন্দ করে কভার করতে চান, আমার কোনো আপত্তি নেই বরং বিশেষ ভালো লাগা কাজ করছে। ভালো গানে ভালো গায়কী হলে সেটার আউটপুট অবশ্যই শ্রুতিমধুর। আমি রিপন খান স্যার সিয়াম সরকার জান অয়ন চাকলাদার ভাই ও দৈনিক আস্থা’র সকল কলাকুশলীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।” প্রিয় মানুষ খ্যাত এই গানটির কভার ভার্শনটি অয়ন চাকলাদারের কন্ঠে আসছে খুব শিঘ্রই ইকিউ মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির মূল শিল্পী শেখ ফারজানা তাসনিম সুমনা’র কণ্ঠে শুনে আসতে পারেন এই লিংকে—https://youtu.be/tHVz3uhFtX4?si=_-tC5BZkUo6rqx1r গানটির কথা— প্রিয় মানুষ তুমি পূর্ণতার ঠিকানা, আমি তোমায় ছাড়া আর কাউকে চাই না। দ্যাখো আকাশটাকে বিশালতায় মোড়া, তোমার আমার তেমনই প্রেম স্বর্গের জোড়া। কথা দাও-না ওগো প্রিয় আপন করে নিও, ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না। রূপকথা তুমি আমি যেনো মহাকাল স্রোতে, রাখো তোমার হাত আমার হাতে। হৃদয়টা ভেঙে-চূড়ে কখনো যেও না গো, এমন হলে জেনো আমি বাঁচবো না গো। এক বুক ভালোবাসা আমি তোমাকে দিলাম, আমার নামে তোমায় লিখে যে নিলাম। পথের শেষে কোনো এক পথের সূচনা, তুমি সে আমার অবিরাম জোছনা৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০