DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন এক হয়ে গেছে-জিএম কাদের

Abdullah
জুন ১০, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন এক হয়ে গেছে-জিএম কাদের

 

স্টাফ রিপোর্টারঃ

আপনাদের কাছে যদি অর্থ থাকে, ডলার থাকে, তাহলে কেন কয়লা কিনেননি, কেন কাঁচামাল আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা? ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না কেন? মানুষের অজান্তেই বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন এক হয়ে গেছে। তারা দেশের মানুষের স্বার্থে কাজ করে না। আমরা দেশটাকে শ্রীলঙ্কা হতে দিতে পারি না।

আজ শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কাউন্সিলে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না উল্লেখ্য করে তিনি আরো বলেন, জাপাকে মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চাই। কাদের বলেন, আমাদের ভেতরে কেউ কেউ গোপনে ষড়যন্ত্র করছে। দলকে বেঁচা-কেনা করতে দেয়া যাবে না। আরেক দলের কথা বললে সেই দলে চলে যান। জনপ্রিয় দল হওয়ার পরও আমাদের মানুষ দালাল হিসেবে চিহ্নিত করে। এটা আর হতে দেয়া যাবে না।

 

জিএম কাদের বলেন, দেশটাকে ঋণ নির্ভর করে ফেলেছেন। আগামী ৫০ বছর দেশের মানুষকে এই ঋণের বোঝা বইতে হবে। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা দেশের মানুষকে উপকার করছে। তিনি বলেন, শ্রীলংকার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশে এখনও নামেনি। মূলত শ্রীলংকার পুলিশ গুলি করে না, গুম করে না, শ্রীলংকার পুলিশ মানুষের পক্ষে। বাংলাদেশের পুলিশ মানুষের পক্ষে না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮