DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

DoinikAstha
মে ৬, ২০২১ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনেকে জানতে চান যে, কোনো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার কি কোনো নির্দিষ্ট আমল আছে কিনা? কিংবা বিশেষ কোনো দোয়া আছে?

হারানো জিনিস খুঁজে পাওয়ার আমল ও দোয়া কী?

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে—

بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك

উচ্চারণ : বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ও ফাদ্বলিক।

অর্থ : আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’

[(মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি; ইমাম হাকিম (রহ.) বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি। তাদের কারও ব্যাপারে কোনো দোষ-ত্রুটি জানা যায় না। ইমাম বাইহাকি বলেন, এটির সনদ হাসান। সূত্র: আল‌ ওয়াবিলুস সাইয়েব/ ১৯১)]

লক্ষণীয় যে, এ হাদিসটি ইবনে উমর (রা.) পর্যন্ত মাউকুফ (হাসান) হিসেবে সাব্যস্ত। অর্থাৎ এটি ইবনে ওমর (রা.) এর আমল হিসেবে প্রমাণিত। কিন্তু মারফু তথা রাসুল (সা.)-এর মুখনিঃসৃত হাদিস বা আমল হিসেবে জইফ; যেমনটি হায়সামি তার মাজমাউয যাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করেছেন।

সুতরাং এ হাদিসের ওপর আমল করায় কোনো দোষ নেই। কেননা মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা আল বাকারা, হাদিস : ৪৫)

আর হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসুল (সা.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে— দুই রাকাত সালাত আদায় করে— আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ সবকিছু সহজ করে দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮