DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার লিগ হবার সম্ভাবনা আছে: বিসিবি সভাপতি

News Editor
অক্টোবর ১১, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

তিন দলের ওয়ানডে আসর ‘প্রেসিডেন্টস কাপের’ পর আগামী নভেম্বরে ৫ দলকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ কথা। কিন্তু প্রশ্ন হলো, যে আসরের ওপর অন্তত শতাধিক ক্রিকেটারের খেলার পাশাপাশি জীবিকা নির্বাহের উপায়-উপাদান নির্ভর করছে , সেই প্রিমিয়ার লিগের কি হবে? ঢাকা তথা দেশের একমাত্র প্রতিযোগিতামূলক ওয়ানডে টুর্নামেন্ট কি আদৌ হবে?

জৈব সুরক্ষার বলয় তৈরি করে প্রিমিয়ার লিগের মত অতবড় ১২ দলের অংশ গ্রহণে কোন আসর আয়োজন সম্ভব? এমন কৌতুহলি প্রশ্নের জবাবও দিয়েছেন বিসিবি সভাপতি।

আজ রোববার রাতে প্রচার মাধ্যমের সাথে আলাপে টি-টোয়েন্টি লিগের প্রসঙ্গ আসতেই নাজমুল হাসান পাপনের ‘সবুজ সঙ্কেত।’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনেক কথার মধ্যে আজ রাতে জানিয়ে দিলেন, ‘প্রিমিয়ার লিগ হবার সম্ভাবনা আছে।’

তবে তার আগে তিনি চান, প্রেসিডেন্টস কাপের মত বায়ো সিকিউর বাবল (জৈব সুরক্ষা বলয়) তৈরি করে তারপর খেলা আয়োজন করতে; কিন্তু কঠিন সত্য হলো- প্রিমিয়ার লিগে ওই জৈব সুরক্ষা তৈরি করে ১২ দলকে এক সাথে রাখা সম্ভব হবে না।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি চাই এমন জৈব সুরক্ষা তৈরি হোক, যাতে ক্রিকেটারদের থাকা, খাওয়া ও প্র্যাকটিস করা যাবে অনায়াসে। সেটা ১২ ক্লাবকে একসাথে না রাখলে কিছুতেই সম্ভব না।’

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন জানান, ‘আমি জানতে চেয়েছি আগে প্রিমিয়ারের ১২ দলকে একসাথে জৈব সুরক্ষায় রাখার ব্যবস্থা করতে হবে। তারপর লিগ আয়োজনের প্রশ্ন। সেই সাথে অন্তত তিন মাঠে খেলার ব্যবস্থাও থাকতে হবে।’

সেটা কি সম্ভব? নাজমুল হাসান পাপনের উত্তর, ‘হ্যাঁ, সম্ভব। আজ রোববার সুজন (খালেদ মাহমুদ) আমাকে সম্ভাব্য বিকল্পের সন্ধান দিয়েছে।’ সেটা কি? তার বিস্তারিত জানাননি বিসিবি সভাপতি। সেটা আগামী পরশু, ১৩ অক্টোবর মঙ্গলবার জানা যাবে।

তারপরও পাপন জানিয়েছেন, সুজনের সম্ভাব্য বিকল্প প্রিমিয়ার লিগের ভেন্যুর অন্যতম হচ্ছে বিকেএসপি। সেখানে একসঙ্গে একইদিনে তিন মাঠে খেলা অয়োজন করা সম্ভব। তাই বিকেএসপিতে জৈব সুরক্ষার ব্যবস্থা করাও সম্ভব। সেখানে আবাসান, খাওয়া ও প্র্যাকটিস এবং ম্যাচ খেলা- সবই করার সুযোগ থাকবে।

তাই ধরে নেয়া যায় প্রিমিয়ার লিগের সম্ভাব্য ভেন্যু বিকেএসপি। পাপনের কথায় মনে হয়েছে, নভেম্বরের মাঝামাঝি ৫ দলকে নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজন শেষে ডিসেম্বরের মাঝামাঝি থেকে প্রিমিয়ার লিগ শুরুর চিন্তা ভাবনা আছে বিসিবির।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬