আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে নারী ও শিশু নির্যাতন ও খুনের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা সহ ধর্ষকদের বিচার কাজের সময় কমিয়ে দ্রুত সম্পীর্ণ করা এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন বলবত রাখার দাবীতে বরিশাল নারী মুক্তি সংসদ বরিশাল জেলা কমিটি ও ছাত্র মৈত্রী বরিশাল মহানগর ও জেলা কমিটি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করে।
আজ সোমবার ১২ই অক্টোবর সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
হাতিয়ায় আইন শৃঙ্খলা সভা,ধর্ষণ রোধে জিরোট্রলারেন্স ঘোষনা
বরিশাল জেলা নারী মুক্তি সংসদের সভাপতি সিমা রানি শীলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটি পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল জেজলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জেলা কমিটির নেতা অধ্যাক্ষ আঃ মোতালেব হাওলাদার, মহাগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুখ তমাল, জেলা সভাপতি মিন্টু দে, আল-মামুন রাব্বি, পাপিয়া আফরোজ ও মাসুদা বেগম।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের রাজনৈতিক প্রশ্রয়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভূক্তভোগী নারীদের ঘটনা ভাইরাল না হওয়া পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কোন ব্যবস্থা গ্রহন করে না।
একারনেই দেশে দিনের পর দিন ধর্ষণকারীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তাই এখন থেকে নিরবতা কাজ কর্ম থেকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আরো কাজের গতিশীল করার আহবান জানান।