DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাম জোটের হরতালের জন্য আমারই লজ্জা লাগছে: তথ্যমন্ত্রী

DoinikAstha
মার্চ ২৮, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আস্থা ডেস্কঃ দেশে দ্রব্যমূল্য নিয়ে বাম জোটের ডাকা হরতালে জনগণ সাড়া দেয়নি বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে বাম জোটের ডাকা হরতালে প্রচণ্ড জ্যাম ছিল। যারা হরতাল ডেকেছে তাদের লজ্জা হচ্ছে কি না জানি না, বরং তাদের জন্য আমারই লজ্জা লাগছে। কারণ হরতালে জনগণ বিন্দুমাত্র সাড়া দেয়নি। আর জাফরুল্লাহ সাহেবও হরতাল ডেকেছিলেন, তবে হরতাল ডেকে তিনি চলে গেছেন লন্ডনে।

আজ সোমবার ২৮ মার্চ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাম ভাইয়েরা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তাদের আমি সম্মান জানাই। কিন্তু তারা কেন এই হরতালটা ডেকে নিজেদের হাস্যকর করলেন- সেটিই আমার প্রশ্ন।

এ সময় মন্ত্রী বলেন, যুদ্ধ ও করোনার কারণে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দেশেও আমদানি নির্ভর কিছু পণ্যের দাম বেড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এবং তার সরকার স্বল্প আয়ের মানুষের মধ্যে যেভাবে কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন, এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাতে জনগণের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

হাছান মাহমুদ আরও বলেন, ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি চাল মজুত। কেউ যদি অহেতুক দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেবে সরকার। স্বাধীনতার ৫০ বছর পরও যারা ইতিহাস বিকৃত করছে তাদের বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

আরো পড়ুন :  বাংলাদেশ-চীন সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮