রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সেবন ও বিক্রির অপরাধে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দেশে সন্ত্রাসবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে: জাসদ
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলিদাবাড়ী রেলক্রসিং সংলগ্ন মহাসড়কের ওপর সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করা হয়।
এ সময় ট্রাকের মাথায় হুডের ওপর বিশেষ কায়দায় লুকানো ৭৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়াকে গ্রেফতার করা হয়। গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। হিরু মিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।