DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা নিহত-৫

Ellias Hossain
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা নিহত-৫

আস্থা ডেস্কঃ

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২জন আহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোয়াগাঁও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯), নর‌সিংদীর শিবপুর থানার আবদুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৪)।

স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানির কাছে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় শিশু আমান উল্লাহ ও অটোরিকশা চালককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে জানান।

তারা আরও জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অটোরিকশার চালককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন বলেন, পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬