DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আইটিইউ-তে সৌমিত্র চট্টোপাধ্যায়,অবস্থার অবনতি-চলছে অক্সিজেন

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

কোভিড আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতা বাড়ায় স্থানান্তরিত করা হল আইটিইউ-তে।  চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে।  হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রবাবুর রক্তচাপ সামান্য অনিয়মিত। শরীরে অস্থিরতা রয়েছে তাঁর।

লকডাউন ওঠার পর স্বাভাবিক কর্মজীবনে ফিরেছিলেন সৌমিত্রবাবু। ২ দিন অভিযান ছবির শুটিং করেন। তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজও করেন তিনি। একটি নাটকের মহড়াতেও গিয়েছিলেন।   

সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে। সকাল ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত

শুক্রবার পর্যন্ত শরীর ঠিকই ছিল। কিন্তু এদিন বিকেল থেকেই অবস্থার অবনতি হতে শুরু করেছে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ অনিয়মিত তাঁর। শারীরিক অসুস্থতা বাড়ায় আইটিইউ’তে রাখা হয়েছে তাঁকে। চলছে অক্সিজেনও। করোনা-আক্রান্ত হয়ে মঙ্গলবার থেকে মিন্টো পার্ক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন প্রবীণ এই অভিনেতা। সৌমিত্রর বয়স এখন ৮৫ বছর।

মঙ্গলবার ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালে দ্বিতীয় দিনটা পর্যন্ত অশীতিপর অভিনেতার ভালোই কেটেছিল। হাসপাতাল সূত্রের খবর, বুধবার সারা দিনে একবারও জ্বর আসেনি তাঁর। বৃহস্পতিবারও খুব অসুবিধা ছিল না। চিকিৎসকরাও বলেছিলেন, সৌমিত্রর অবস্থার লাগাতার উন্নতি চোখে পড়ার মতো। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা করছে।

হাসপাতালে ভরতি হওয়ার দুদিন পর্যন্ত শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা তাঁর ছিল না। রক্তে অক্সিজেনের মাত্রাও ছিল স্বাভাবিক। তবে করোনা সংক্রমণের চরিত্র, তাঁর ৮৫ বছর বয়স ও কো-মর্বিডিটির কথা ভেবে সৌমিত্রকে কয়েক বার অক্সিজেন দেওয়া হয়েছিল, যাতে ফুসফুসে কোনও রকম অতিরিক্ত চাপ না-পড়ে। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১-২ তারিখ থেকেই সৌমিত্রর শরীরটা ভালো যাচ্ছিল না। পরে তাঁর জ্বরও এসেছিল। কোভিড টেস্ট করালে সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪