DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের বিরুদ্ধে ৮৫টি মামলা

Online Incharge
মে ১০, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ইমরান খানের বিরুদ্ধে ৮৫টি মামলা

 

আস্থা ডেস্কঃ

ইমরান খানের বিরুদ্ধে ৮৫টি মামলা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে শুধুমাত্র আল-কাদির ট্রাস্ট মামলা নয়, রয়েছে আরও ৮৫টি মামলা।

 

আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে আটক করে পাক রেঞ্জার্স।

গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব মামলা করা হয়। এক সাক্ষাৎকারে এই তথ্য তিনি নিজেই জানিয়েছিলেন।র৭০ বছর বয়সি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, জঙ্গিবাদ, আদালত অবমাননা, দাঙ্গা এমনকি ধর্ম অবমাননারও মামলা রয়েছে।

 

উল্লেখ্য, ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার বুখারি এবং বাবর আওয়ান আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট গঠন করেছিলেন। এই ট্রাস্ট পাঞ্জাবের ঝিলম জেলার তহসিল সোহাওয়াতে মানসম্মত শিক্ষা দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কোষাগার থেকে এই ট্রাস্টের নামে ১৯০ মিলিয়ন পাউন্ড সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়া মৌজার বিশাল জমি ‘দখলে’ নেয়ার অভিযোগও রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৭
 • ১২:০০
 • ৪:৩৬
 • ৬:৪৭
 • ৮:১২
 • ৫:১০