DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

Online Incharge
জুন ২, ২০২৩ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কর্ণফুলীতে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও তার ছেলের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

এ সময় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে নিহত নারীর ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর এক কিলোমিটার দূরে বড়উঠান রাস্তার মাথা এলাকায় বাসটি (চট্টমেট্টো -জ ০৭৫৮) জব্দ করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা আনোয়ারা থানায় পড়েছে। আমরা লাশ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১১:৫৫
  • ৪:১৫
  • ৬:০০
  • ৭:১৪
  • ৫:৪৬