DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Online Incharge
এপ্রিল ২৬, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কর্ণফুলীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

 

চট্টগ্রামের কর্ণফুলীতে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বখতেয়ারপাড়া ইসমত হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তৈয়ব আহমদের ছেলে মোহাম্মদ পারভেজ (২৫) ও তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)।

 

এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন,
নিহত পারভেজের ভাই মোহাম্মদ আরজ (২২) ও মোহাম্মদ সিফাত (১৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, মোহাম্মদ মহসিন ও আবু তৈয়ব গংয়ের মধ্যে একটি চলাচলের রাস্তা নিয়ে বিবাদ হয়। পারিবারিক ওই পথ দিয়ে যাতে গাড়ি প্রবেশ করতে না পারে সেজন্য মোহাম্মদ মহসিন গং রাস্তার একাংশ বন্ধ করে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ১০-১২ দিন আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করে। রাস্তার বিবাদকে কেন্দ্র করে বাড়ির কাছেই মহসিন গং মোহাম্মদ পারভেজকে কোপাতে থাকে। এ সময় চিৎকার শুনে তার মা হোসনে আরা এগিয়ে এলে প্রতিপক্ষ তাকেও কুপিয়ে হত্যা করে। পরে লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

 

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০