কাল প্রকাশিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা
স্টাফ রিপোর্টারঃ
আগামী কাল বুধবার (১৬ আগস্ট) প্রকাশিত হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা। ৩১ আগস্ট পর্যন্ত আপত্তি জানানো যাবে এই
তালিকার উপর। মাঠ পর্যায়ে পাঠানো হবে এ তালিকা। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি দাবী করেছে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি বা আপত্তি নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। এ ছাড়া মাঠপর্যায় থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠাতে হবে।
এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আর অনুলিপি দেওয়া হয়েছে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে।