কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।
রোববার (২৯ অক্টোবর) ৭টার দিকে শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউএনও মো. আবু রিয়াদ ডাক্তার দেখাতে জেলা শহরে আসেন এবং রাতে সার্কিট হাউসে থেকে যান। পরে আজ শনিবার সকালে করিমগঞ্জের বালিখলা ইউএনওকে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া মাঠের সামনে এ ভাংচুরের ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভাঙলেও কেউ আহত হয়নি।
এদিকে সবধরনের নাশকতা এড়াতে কিশোরগঞ্জ শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা। সকাল থেকেই শহরের প্রধান প্রধান মোড় ও সড়কগুলোতে গাড়িযোগে টহল দিতে দেখা যায়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।