কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা খুন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে কথা কাটাকাটির জেরে জেলা ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানাযায়, নাজমুল হুদা গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন প্রতিবেশী হিরণ, সবুজ ও ধনু মেম্বারের সঙ্গে নাজমুলের কথা কাটাকাটি হয়। তার জেরে আজ সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা বসে বিষয়টি মীমাংসা করে দেন।
মীমাংসার পর ১১টার দিকে কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজমুলের গতিরোধ করে ওই তিনজনসহ আরও কয়েকজন নাজমুলকে পিঠে ও বুকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।