কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি আটক
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৫ কেজি গাঁজাসহ মনু মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মনু মিয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে ৩৫ কেজি গাঁজাসহ মনু মিয়াকে আটক করা হয়। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনু মিয়া নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ৩৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।