খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-দুই
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইলসহ দুই চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আটককৃত সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও দিপু ত্রিপুরা (১৮) আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা সমর্থীত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রুন্ট (ইউপিডিএফ) এর কর্মী বলে জানান আইনশৃঙ্খলাবাহিনী।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের মেজর মোঃ জোবায়ের মাহমুদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল শনিবার (৮ এপ্রিল) রাতে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় অভিযান চালিয়ে সুকেন্দু ত্রিপুরা ও দীপু ত্রিপুরাকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে। আটককৃতদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।