চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে এদেশ চোরমুক্ত হবে-চরমোনাই পীর
পটুয়াখালী প্রতিনিধিঃ
অনেকে ভয় দেখায়, ইসলাম ক্ষমতায় আসলে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কর্তন করে দেওয়া হয়। যদি এমনই হতো তাহলে বাংলাদেশের নেতাদের হাত থাকবেই না। আসলে বাস্তবতা হলো ইসলাম সকল মানুষদের হাত কর্তনের নির্দেশ দেয় নাই। বাংলাদেশের মধ্যে যে এমপি-মন্ত্রীরা স্বভাবী চোর। এদের মধ্যে যদি একটির হাত কর্তন করা হয় তাহলে পুরো বাংলাদেশ চোরমুক্ত।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এসব কথা বলেন।
উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরমোনাই পীর আরো বলেন, আমি আমার ভাইদের বলবো-ইসলামের বাহিরে থাকার কোন সুযোগ নেই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে। আর অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে শান্তির লক্ষে।
ছাত্র-জনতা আন্দোলনের স্মৃতি চারণ করে তিনি বলেন, আজকে ন্যায্য দাবী আদায়ের জন্য রাজপথে ভবিষ্যৎ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের ঠাণ্ডা মাথায় গুলি করে পাখির মতো রাজপথে লুটিয়ে দেয়া হয়েছে আমরা বসে বসে দেখবো এটি হতেই পারে না।
আল্লাহ আজকে আমাদেরকে ৩শ আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করলে হবে না। যখন দেশে কোন ষড়যন্ত্র হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিবাদী হয়ে রাজপথে আওয়াজ তোলে তখন বদমাইশদের কলিজা থরথর করে কাপন ধরে।