ঢাকামঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩
ঢাকামঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জাপানে দ. কোরিয়ার প্রেসিডেন্টের সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Online Incharge
মার্চ ১৭, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

জাপানে দ. কোরিয়ার প্রেসিডেন্টের সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

 

আস্থা ডেস্কঃ

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বৃহস্পতিবার জাপান সফরে গেছেন। সম্পর্কে নতুন অধ্যায় সূচনাই তাঁর এ সফরের লক্ষ্য। গতকাল টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউনের। তবে দুই নেতার মধ্যে যুগান্তকারী বৈঠকের কয়েক ঘণ্টা আগে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার ভোরে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
দুই নেতার বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির বিষয়টি গুরুত্ব পাবে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম বলে নিশ্চিত করেছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইউন তাঁর দেশের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

প্রায় এক হাজার কিলোমিটার ওড়ার পর এটি জাপানের পশ্চিমে সাগরে গিয়ে পড়েছে। এ নিয়ে এক সপ্তাহে পিয়ংইয়ং চতুর্থ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। যদিও এর আগের তিনটি ছিল স্বল্পমাত্রার। (এএফপি)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭