DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জেসমিনের মৃত্যু-র‍্যাবের ১১ সদস্য প্রত্যাহার

Online Incharge
মার্চ ৩১, ২০২৩ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জেসমিনের মৃত্যু-র‍্যাবের ১১ সদস্য প্রত্যাহার

আস্থা ডেস্কঃ

 

নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় মেজরসহ রাবের ১১ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গেলো সপ্তাহে আটকের পর র‍্যাব হেফাজতে ওই নারীর মৃত্যু হলে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিলেন। এরইমধ্যে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র‍্যাব সদস্যদের মাঠের দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক জেসমিনকে আটকের সঙ্গে জড়িত র‍্যাব সদস্যদের প্রত্যাহারের তথ্যটি নিশ্চিত করেন।

 

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২২ মার্চ ওই অভিযানে যারা ছিলেন সেই ১১ জনকে সরিয়ে র‍্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ওই ১১ জনের মধ্যে একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালকও রয়েছেন।

ওই ঘটনা তদন্তে র‍্যাব সদর দপ্তর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। কমিটি এ অভিযানে যুক্ত প্রত্যেক র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৫
 • ১১:৫৫
 • ৪:১৫
 • ৬:০০
 • ৭:১৪
 • ৫:৪৬