DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের পুত্রকে অভিনন্দন

Online Incharge
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পুত্রকে অভিনন্দন

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিপুল আহমেদ এর ছবি ইউরোপের দেশ অস্ট্রিয়ানের জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন “NEWS” স্থান পেয়েছে। ২ পৃষ্ঠা জুড়ে ছাপা হয়েছে ছোট যমুনা নদীতে তোলা ছবিটির আদ্যপান্ত।

এছাড়াও কিছুদিন পূর্বে রুচি বিউটি গ্রাম সিজন-৫ এ ভিডিও ক্যাটাগরিতে পুরো বাংলাদেশ থেকে প্রথম স্থান অধিকার করে বিপুল। বিচারক হিসেবে ছিলেন হাওয়া সিনেমা খ্যাত মেজবাউর হোক সুমন ও মেন্টর হিসেবে ছিলেন বিশিষ্ট চলচিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

UNFPA-এর সহযোগিতায় পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (PPD) দ্বারা সংগঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে বাংলাদেশ থেকে প্রথম স্থান অধিকার করে।

WPEA awards আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় রৌপ্য পুরস্কার অর্জন করপ জার্নালিজম ক্যাটেগরিতে ও সিলভার অ্যাওয়ার্ড পায় আলাদা আর একটি ক্যাটাগরিতে।
wpe প্রোটো পেন্সটম এর পেশাদার ফটোগ্রাফার ইউরোপ কমিউনিটির স্বীকৃতিও মেলে তার ঘরে।
এছাড়াও ফ্রান্স থেকে পায় অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।

বাংলাদেশ টুরিজোম বোর্ড আয়োজিত ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় তাী ২ টি ছবি স্থান পায়। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় ২০ টি প্রদর্শনীতে ছবি স্থান পায়। বর্তমানে সে কন্ট্রিবিউটার হিসেবে কাজ করছে uk এর জনপ্রিয় একটি ফটো এন্ড নিউজ এজেন্সির সঙ্গে।

জেলার অদম্য মেধাবী এই আলোকচিত্রীর বাড়ি আক্কেলপুর থানার বিহারপুর গ্রামে। পিতার নাম জুয়েল। বর্তমানে সে পড়াশোনা করছে রাজশাহী পলেটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগে।

ক্যামেরার চোখে, বিপুলের হাতে জয়পুরহাট জেলার আলোকচিত্র গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক।
অভিনন্দন আপনাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭