নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে স্ত্রীকে মারধরের অভিযোগে মাদরাসা শিক্ষক মুফতি মাওলানা রুহুল আমিনকে আদালত জেল হাজতে প্রেরন করেছে। জানা যায় যে, জামিয়াতুস সুন্নাহ সেকান্দর নগর মাদরাসার শিক্ষক মুফতি রুহুল আমিন আমিন এর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যাওয়ায়। ঐ মাদরাসা থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়। এর আগে একই কারনে কাজলা মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত করা হয়। বর্তমানে সে তাড়াইলের দড়িজাহাংগীরপুর গ্রামের মহিলা মাদরাসায় শিক্ষকতা করেন।
বিগত ২৯/০১/২৩ ইং তারিখে মুফতি রুহুল আমিন এক লক্ষ টাকা যৌতুক দাবী করে বাদী রুকাইয়া আক্তার এর নিকট। রুকাইয়া তা দিতে অস্বীকার করিলে মুফতি রুহুল আমিন ও তার ছোট ভাই তাকে বেধরক মারপিট করে। বাদী ঘটনার সত্যতা স্বীকার করে বলে যে, আমাকে আমার স্বামীর ছোট ভাই মাসুদ বেশ কয়েকদিন মারধর করেছে। আমার স্বামীও আমাকে মারধর করেছে, আমি এর বিচার চাই।