DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-২

Online Incharge
মে ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুরের ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানাযায়, শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে দুইজন নিহত হয়। এসময় তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো। নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এবং অমর আলীর ছেলে অটো চালক সাদেক মিয়া (৫০)।

 

এসময় অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।

 

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৭
 • ১২:০০
 • ৪:৩৬
 • ৬:৪৭
 • ৮:১২
 • ৫:১০