DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী পালিত

Ellias Hossain
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পানছড়ি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা
অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা জাকির হোসাইনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদরাসার হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এউপলক্ষে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন, বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, মাদরাসার প্রতিষ্ঠতা সদস্য ডাঃ সৈয়দ আহমেদ প্রমূখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেন।

সাবেক শিক্ষার্থী মোঃ নাঈমুল ইসলাম সঞ্চালিত সভায় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্টানটির সাবেক শিক্ষার্থী ও জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুজ্জামান, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আবুল কাসেম ও মোঃ কাওছার হোসেন প্রমূখ।

আলোচনা সভা পূর্ব শিক্ষার্থীরা কুরআন খতম ও পরবর্তিতে মিলাত ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।

প্রসঙ্গত, প্রথমে পানছড়ি দাখিল মাদরাসা হিসাবে প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মোঃ জাকির হোসাইন। পরে তিনিই ইসলামিয়া সিনিয়র মাদরাসা হিসাবে প্রতিষ্ঠানটি দাঁড় করান। প্রতিষ্টান দাঁড় করানোর দক্ষ এই ব্যাক্তিটি আজকের এই দিনে মৃত্যু বরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩