DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদন জমা দিতে সময় বেড়েছে ৫ কর্মদিবস

Online Incharge
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদন জমা দিতে সময় বেড়েছে ৫ কর্মদিবস

আস্থা ডেস্কঃ

থানায় নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে আরও ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার এই সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, আজকে সময় বাড়ানোর আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। তদন্ত শেষ করে রিপোর্ট দিতে অতিরিক্ত ৫ দিন সময় দেওয়া হয়েছে।

এডিসি সানজিদা আফরিনকে রংপুর বদলি করার খবরের সত্যতা নেই বলেও জানিয়েছেন ফারুক হোসেন। তিনি বলেন, ‘আজ পর্যন্ত এমন কোনো অর্ডার হয়নি। এডিসির বদলি বিষয়ে কোনো আদেশের কপি পাইনি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি কমিশনারের গঠিত তদন্ত কমিটির তিন সদস্য হলেন- ডিএমপির উপকমিশনার (অপারেশনস) আবু ইউসুফ, রমনা বিভাগের এডিসি শাহেন শাহ্ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের এডিসি রফিকুল ইসলাম।

ডিএমপি গঠিত তদন্ত কমিটির প্রধান আবু ইউসুফ বলেছেন, ‘আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজও নিয়েছি। নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা ও অভিযুক্ত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব আজিজুল হক ও তার স্ত্রী ডিএমপির আরেক এডিসিকেও জিজ্ঞাসাবাদ করব। তাদের ঘিরেই ঘটনার সূত্রপাত। আমাদের আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।

রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে বরখাস্ত এডিসি হারুন অর রশীদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার ছাত্রলীগের দুই নেতাকে মারধর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭