DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বাসাতেই বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

Online Incharge
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাসাতেই বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

স্টাফ রিপোর্টারঃ

শনিবার মার্কিন দুতাবাস থেকে ফেরার পর বাসা থেকে বের হননি বরখাস্ত ডেপুটি এটর্নি জেনারেল এমরান। রাজধানীর লালমাটিয়ার বাসাতেই অবস্থান করছেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁঞা গণমাধ্যমকে বলেন, এমরান আহম্মদের সঙ্গে বাসায় গিয়ে কথা বলেছি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন না। তিনি থানায় কোনো জিডিও করেননি। এমরান বাসাতেই অবস্থান করছেন।

এর আগে শুক্রবার সকালে এমরানকে ডিএজি পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এরপর বিকালে এমরান স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মার্কিন দূতাবাসের ফটকে পাশের অভ্যর্থনাকক্ষে গিয়ে অবস্থান নেন। সন্ধ্যার পর পুলিশ পাহারায় বাসায় ফেরেন তিনি।

সেদিন রাতে এমরান গণমাধ্যমে বলেছিলেন, তাকে আটক করা হতে পারে, এ আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। পরে তার কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে আশ্বস্ত হয়ে বাসায় ফিরেছেন।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একটি বক্তব্য দিয়ে কয়েক দিন ধরে আলোচনায় ছিলেন এমরান আহম্মদ। এমরান সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭