DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিয়ে পর সৃজিতের প্রথম জন্মদিনেই অপূর্ণ রয়ে গেলেন মিথিলা

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

জীবনের ৪০টি বসন্ত পার করে ৪৩ -শে পা রাখলেন বাংলা ছবির কিংবদন্তি পরিচালক সৃজিত মুখার্জি। মিথিলাকে বিয়ে করার পর প্রথম জন্মদিন তার। এর অনুভূতি একদমই আলাদা। তবে শুরু থেকেই চলতি মহামারি আর লকডাউন যেন সৃজিতের জীবনটা এলোমেলো করে দিয়েছে।

আরও পড়ুন : যে বাজে কাজটি বার বার করতে পছন্দ করেন রণবীর

এবার বিয়ের পর প্রথম জন্মদিনেও একসঙ্গে থাকা হল না সৃজিত-মিথিলার। কারণ কাজের জন্য বাইরে রয়েছেন পরিচালক সৃজিত। কেক কাটা তো দূর কাছে থেকে একটা বার্থডে উইশ করতে পারেননি মিথিলা। স্বামীর জন্মদিনেই নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ওপার বাংলার সুন্দরী মিথিলা। সোশ্যাল মিডিয়াতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিতকে। দেখে নিন ছবিটি।

মিথিলা-সৃজিতের যুগলবন্দী মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি পোস্ট করে ক্যাপশনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মি.মুখার্জি। আমার জীবনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সারাটা জীবন এইভাবেই আনন্দে থেকো, হাসি-খুশি থেকো নাটকের রাজা। আর আমাকে কথা দাও, সাবধানে থাকবে আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫১
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:০০
 • ১২:০৮
 • ৪:৪৩
 • ৬:৫১
 • ৮:১৪
 • ৫:২২