DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় বজ্রপাতে নিহত-২, আহত-১৩

Online Incharge
মে ২৪, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় বজ্রপাতে নিহত-২, আহত-১৩

 

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ

পাবনা জেলার ভাঙ্গুড়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৩মে) বিকাল ৫টার দিকে বেতুয়ান গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ১৩ জন আহত হয়েছে। বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতারা হলো পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল (১৯) ও রমিজ (৩০)।

 

জানা যায়, দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাওঞ্জান এলাকায় বোরো ধান কাটছিল শ্রমিকরা। বিকেল ৫টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে শ্রমিকরা পাশের একটি উন্মুক্ত খোলা ঘরে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে বজ্রপাতে ওই ঘরে অবস্থান করা কয়েকজন শ্রমিক মারাত্মক আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত্যু ঘোষণা করেন।

 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বেতুয়ান গ্রামের ৫ শ্রমিকসহ উপজেলার ছোট বিষাকোল ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার আল্লাহ আবাদ গ্রামের আরো আটজনকে বজ্রপাতে আহত হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০