শিরোনাম:
মাছ চাষে গবেষকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে-বাকৃবি ভিসি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী এবং গবেষকরা দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ তাদের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে মাছের ঘাটতি পূরণ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান।
সোমবার (৩০ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. একেএম জাকির হোসেন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, সদস্য সচিব প্রফেসর ড. একে শাকুর আহম্মদসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[irp]


























