মাটিরাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আমতলী ইউপির ৬নং ওয়ার্ড রহিম সর্দারপাড়ায় মোটরসাইকেল চালক মোঃ সাকিব (১৯) নামের এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অর্থাৎ বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিব সর্দারপাড়ার কানু মিয়ার ছেলে।
নিহতের বড় বোন জামাই আব্দুল জলিল বলেন, সাকিব বুধবার বিকালে আলী নোয়াজের চা দোকানে যায়। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখোজি করে রাঁত আনুমানিক ৩টার দিকে তাদের পুরান বাড়িতে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।