DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১২ই জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ১২ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাঠে না নেমেই জুভেন্টাসের ৩-০ গোলে জয়

News Editor
অক্টোবর ৫, ২০২০ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইতালিয়ান সিরি ‘আ’র অন্যতম শক্তিশালী দুই জুভেন্টাস ও নাপোলি। রোববার রাতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। জমজমাট একটি ম্যাচের আশায়ই ছিলো ফুটবলপ্রেমিরা। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঠে গড়ায়নি সেই ম্যাচ। আর মাঠে না নেমেই ৩-০ গোলে জয় পেয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

গত চারদিনের মধ্যে নাপোলির দুই মিডফিল্ডার পিয়েত্র জিয়েলিনস্কি এবং এলজিফ এলমাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে স্থানীয় স্বাস্থ্যসংস্থা পুরো নাপোলি ক্লাবকে যেকোনো খেলাধুলার কর্মকাণ্ড স্থগিত রাখার পাশাপাশি খেলোয়াড়দের যার যার বাড়িতে আইসোলেশনে থাকতে বলেছে।

রং মিস্ত্রিকে কাঁঠাল গাছে বেঁধে নির্মম নির্যাতন

এই নির্দেশ মেনে রোববারও আইসোলেশনে ছিলো পুরো নাপোলি দল। স্থানীয় সময় রাত পৌনে ৮টায় ছিল জুভেন্টাসের বিপক্ষে তাদেরই মাঠে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচ। জুভেন্টাস দল ম্যাচ শুরুর এক ঘণ্টা মাঠে উপস্থিত হলেও, আইসোলেশনে থাকায় স্বাভাবিকভাবেই দেখা মেলেনি নাপোলির।

ম্যাচ শুরুর সময় থেকে ৪৫ মিনিট অপেক্ষা করে জুভেন্টাসকে ওয়াকওভার দেয়ার সিদ্ধান্ত ম্যাচ রেফারি এবং সিরি ‘আ’র নিয়ম অনুযায়ী ওয়াকওভারের কারণে ০-৩ গোলের পরাজয় নিতে বাধ্য হয় নাপোলি। করোনাজনিত কারণ থাকায় ম্যাচটি স্থগিত করার আবেদন তারা করেছিল, কিন্তু সেটি রাখেনি সিরি ‘আ’ কর্তৃপক্ষ।

তাই মাঠে না নেমেই ৩-০ গোলের জয় পেয়ে গেছে জুভেন্টাস। তবে এই পরাজয় মেনে নিতে একদমই রাজি নয় নাপোলি। কিন্তু নিয়মের মারপ্যাঁচে আটকে গেছে তারা। করোনা জটিলতার কারণে মূল্যবান তিনটি পয়েন্ট হাতছাড়া হয়ে গেলো তাদের।

গত রোববার নিজেদের ঘরের মাঠে জেনোয়াকে স্বাগত জানিয়েছিল নাপোলি। পরে এক সপ্তাহের ব্যবধানে জেনোয়ার ১৭ খেলোয়াড় করোনায় আক্রান্ত হন। যে কারণে তুরিনোর বিপক্ষে তাদের শনিবারের ম্যাচটি স্থগিত করা হয়।

সিরি ‘আ’ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ম্যাচ খেলার জন্য কমপক্ষে ১৩ জন খেলোয়াড় সুস্থ্য থাকলে সেই ম্যাচ খেলতে হবে সব দলকে। আর এ কারণেই মূলত ২ জন খেলোয়াড় করোনা-পজিটিভ হওয়ার পরে ম্যাচ স্থগিতের আবেদন করেও নিজেদের পক্ষে রায় পায়নি নাপোলি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫৪
 • ১২:০৭
 • ৪:৪৩
 • ৬:৫৩
 • ৮:১৮
 • ৫:১৮