ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরা‌ষ্ট্রের কং‌গ্রেস ভব‌নের কা‌ছে নিরাপত্তায় নি‌য়ো‌জিত পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা হ‌য়ে‌ছে। এ সময় ক্যা‌পিটল পু‌লি‌শের এক সদস্যসহ হামলাকারী নিহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। গত ৬ জানুয়া‌রি দেশ‌টির সা‌বেক প্রে‌সি‌ডেন্ট ডোনাল্ড ট্রা‌ম্পের উগ্রপন্থি সদস্য‌দের ক্যা‌পিটল ভব‌নে তাণ্ড‌বের প্রায় তিন মা‌সের ম‌ধ্যে আবারও এই হামলার ঘটনা ঘট‌ল।

ক্যা‌পিটল পু‌লিশ বল‌ছে, এক হামলাকারী ওয়া‌শিংট‌নে ক্যা‌পিটল ভবনের এক‌টি প্র‌বেশমু‌খে পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা ক‌রেন। প‌রে গা‌ড়ি থে‌কে নে‌মে ছু‌রি নি‌য়ে পু‌লি‌শের ওপর হামলা চালান তি‌নি। এ সময় পু‌লি‌শের এক সদস্য মারা যান এবং আরেকজন আহত হ‌য়ে‌ছেন।

প‌রে পু‌লিশ গু‌লি চা‌লি‌য়ে ওই হামলাকারী‌কে হত্যা ক‌রে। ত‌বে এই হামলার স‌ঙ্গে সন্ত্রাসবা‌দের কো‌নো সম্পর্ক নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ। হামলার পরপর ক্যা‌পিটল ভবন লকডাউন ক‌রে‌ছে পু‌লিশ।

ট্যাগস :

মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

আপডেট সময় : ০৪:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরা‌ষ্ট্রের কং‌গ্রেস ভব‌নের কা‌ছে নিরাপত্তায় নি‌য়ো‌জিত পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা হ‌য়ে‌ছে। এ সময় ক্যা‌পিটল পু‌লি‌শের এক সদস্যসহ হামলাকারী নিহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। গত ৬ জানুয়া‌রি দেশ‌টির সা‌বেক প্রে‌সি‌ডেন্ট ডোনাল্ড ট্রা‌ম্পের উগ্রপন্থি সদস্য‌দের ক্যা‌পিটল ভব‌নে তাণ্ড‌বের প্রায় তিন মা‌সের ম‌ধ্যে আবারও এই হামলার ঘটনা ঘট‌ল।

ক্যা‌পিটল পু‌লিশ বল‌ছে, এক হামলাকারী ওয়া‌শিংট‌নে ক্যা‌পিটল ভবনের এক‌টি প্র‌বেশমু‌খে পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা ক‌রেন। প‌রে গা‌ড়ি থে‌কে নে‌মে ছু‌রি নি‌য়ে পু‌লি‌শের ওপর হামলা চালান তি‌নি। এ সময় পু‌লি‌শের এক সদস্য মারা যান এবং আরেকজন আহত হ‌য়ে‌ছেন।

প‌রে পু‌লিশ গু‌লি চা‌লি‌য়ে ওই হামলাকারী‌কে হত্যা ক‌রে। ত‌বে এই হামলার স‌ঙ্গে সন্ত্রাসবা‌দের কো‌নো সম্পর্ক নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ। হামলার পরপর ক্যা‌পিটল ভবন লকডাউন ক‌রে‌ছে পু‌লিশ।