ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস Logo রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ, নিহত ২ Logo হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

রংপুরের গংগাচড়ায় নকল ব্যান্ডল দিয়ে তৈরী হচ্ছে বিড়ি উৎপাদন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়ায় কাষ্টমসের চোখ ফাকি দিয়ে তৈরী হচ্ছে নানান নামের বিড়ি। এতে সরকার হারাচ্ছে কোটি কোটির রাজস্ব। যে সব এলাকায় বিড়ি তৈরী হয় সেখানে দেখা গেছে যে দিনের আলোয় বিড়ি উৎপাদিত হয় না কাষ্টম কমর্কতার ভয়ে অথচ রাতে আধারে কোটি কোটি বিড়ি উৎপাদিত হচ্ছে যেন দেখার কেউ নেই।

সেই বিড়ি আবার নানা কৌশলে রাতের বেলায় দেশের বিভিন্ন এলাকা দিয়ে চলে যাচ্ছে রাতের আধারে বা দিনের আলোয় । আর কাষ্টম করমকর্তার অবহেলায় এই বস বিড়ি দেশের প্রতিটি জেলায় পৌছে যায় খুব সহজে। এলাকার সাধারণ মানুষ মনে করেন সরকারকে ফাকি দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব বিড়ি মালিকদের পেট ফুলিয়ে কলা গাছ হচ্ছে আর সরকার হারাচ্ছে তার রাজস্ব আয়।

গংগাচড়ার বড়াইবাড়ি গজঘন্টর হাবু, বুড়ির হাট. মৌলভীর বাজার, আনুরবাজার,ভরসা বাজার চৌদ্দো মাথা খলিফারবাজারসহ অনেক এলাকায় নকল ব্যান্ডোল দিয়ে বিড়ি উৎপাদিত হচ্ছে যাহা কিনা সাধারণ মানুষ জানে । তবে একটি বিষয় পরিস্কার হলো যে কাষ্টম করমকর্তার অবহেলায় এই বস বিড়ি উৎপাদিত হচ্ছে।

বিশেষ করে চোখে পড়ে ভোর রাতে ও সকালের দৃশ্য আর বিকালের দৃশ্যটি মটর গাড়িতে করে এই সব বিড়ি চোরাই পথে এবং লোকাল রোডে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় ও পার্সেল অফিসে। আর কাষ্টমস করমকর্তার নাকের ডগার উপর দিয়ে।

এই সমস্ত অবৈধ বিড়ি চলে যাচ্ছে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিড়ি ব্যাবসায়ী রা অতি সাবধানে চলাফেরা করে থাকেন । আরও অভিযোগ উঠে যে কাষ্টমস করমকর্তাকে মেনেজ করে এই সমস্ত বিড়ি তৈরী হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে প্রতিদিন এই এলাকায় কাষ্টমস করমকর্তারা এসে ঘুষ নিয়ে চলে যান আর তাদের বলে যান যে আপনার আমাদের খুশি রাখলে আপনাদের খুশি রাখবো আমরা।

আর মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা যাহা কিনা আমাদের কাম্য নয়। যেমন বিড়ি মারিকদের অবহেলা তেমনি কাষ্টমস কমকর্তারদের দুনীর্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। যাকে বলে চোরে চোরে মাসতা তো ভাই।

সাধারণ মানুষ মনে করেন এই সমস্ত এলাকায় কাষ্টম করমকর্তার অভিযান জরুরী। এই সব এলাকায় অনেক বিড়ি কোম্পানি নতুন করে ব্যাঙ এর ছাতার মত গজিয়ে উঠেছে আর অনেক এলাকা থেকে এই সব বিড়ি কোম্পানিগুলি রাজস্ব ফাকির ভয়ে এই র্নিজন এলাকায় বিড়ি তৈরী হচ্ছে এখানকার মাতব্বরদের মেনেজ করে এই বস এলাকায় নকল ব্যান্ডোল দিয়ে বিড়ি উৎপাদিত হচ্ছে।

এখনকার সাধারণ মানুষ মনে করেন এই এলাগুলিতে সব অবৈধ বিড়ি উৎপাদনে সরকারে সু দৃষ্টি থাকবে বলে মনে করেন তারা।

ট্যাগস :

রংপুরের গংগাচড়ায় নকল ব্যান্ডল দিয়ে তৈরী হচ্ছে বিড়ি উৎপাদন

আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়ায় কাষ্টমসের চোখ ফাকি দিয়ে তৈরী হচ্ছে নানান নামের বিড়ি। এতে সরকার হারাচ্ছে কোটি কোটির রাজস্ব। যে সব এলাকায় বিড়ি তৈরী হয় সেখানে দেখা গেছে যে দিনের আলোয় বিড়ি উৎপাদিত হয় না কাষ্টম কমর্কতার ভয়ে অথচ রাতে আধারে কোটি কোটি বিড়ি উৎপাদিত হচ্ছে যেন দেখার কেউ নেই।

সেই বিড়ি আবার নানা কৌশলে রাতের বেলায় দেশের বিভিন্ন এলাকা দিয়ে চলে যাচ্ছে রাতের আধারে বা দিনের আলোয় । আর কাষ্টম করমকর্তার অবহেলায় এই বস বিড়ি দেশের প্রতিটি জেলায় পৌছে যায় খুব সহজে। এলাকার সাধারণ মানুষ মনে করেন সরকারকে ফাকি দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব বিড়ি মালিকদের পেট ফুলিয়ে কলা গাছ হচ্ছে আর সরকার হারাচ্ছে তার রাজস্ব আয়।

গংগাচড়ার বড়াইবাড়ি গজঘন্টর হাবু, বুড়ির হাট. মৌলভীর বাজার, আনুরবাজার,ভরসা বাজার চৌদ্দো মাথা খলিফারবাজারসহ অনেক এলাকায় নকল ব্যান্ডোল দিয়ে বিড়ি উৎপাদিত হচ্ছে যাহা কিনা সাধারণ মানুষ জানে । তবে একটি বিষয় পরিস্কার হলো যে কাষ্টম করমকর্তার অবহেলায় এই বস বিড়ি উৎপাদিত হচ্ছে।

বিশেষ করে চোখে পড়ে ভোর রাতে ও সকালের দৃশ্য আর বিকালের দৃশ্যটি মটর গাড়িতে করে এই সব বিড়ি চোরাই পথে এবং লোকাল রোডে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় ও পার্সেল অফিসে। আর কাষ্টমস করমকর্তার নাকের ডগার উপর দিয়ে।

এই সমস্ত অবৈধ বিড়ি চলে যাচ্ছে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিড়ি ব্যাবসায়ী রা অতি সাবধানে চলাফেরা করে থাকেন । আরও অভিযোগ উঠে যে কাষ্টমস করমকর্তাকে মেনেজ করে এই সমস্ত বিড়ি তৈরী হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে প্রতিদিন এই এলাকায় কাষ্টমস করমকর্তারা এসে ঘুষ নিয়ে চলে যান আর তাদের বলে যান যে আপনার আমাদের খুশি রাখলে আপনাদের খুশি রাখবো আমরা।

আর মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা যাহা কিনা আমাদের কাম্য নয়। যেমন বিড়ি মারিকদের অবহেলা তেমনি কাষ্টমস কমকর্তারদের দুনীর্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। যাকে বলে চোরে চোরে মাসতা তো ভাই।

সাধারণ মানুষ মনে করেন এই সমস্ত এলাকায় কাষ্টম করমকর্তার অভিযান জরুরী। এই সব এলাকায় অনেক বিড়ি কোম্পানি নতুন করে ব্যাঙ এর ছাতার মত গজিয়ে উঠেছে আর অনেক এলাকা থেকে এই সব বিড়ি কোম্পানিগুলি রাজস্ব ফাকির ভয়ে এই র্নিজন এলাকায় বিড়ি তৈরী হচ্ছে এখানকার মাতব্বরদের মেনেজ করে এই বস এলাকায় নকল ব্যান্ডোল দিয়ে বিড়ি উৎপাদিত হচ্ছে।

এখনকার সাধারণ মানুষ মনে করেন এই এলাগুলিতে সব অবৈধ বিড়ি উৎপাদনে সরকারে সু দৃষ্টি থাকবে বলে মনে করেন তারা।