DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে গ্রীষ্মকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

Rayhan Astha
এপ্রিল ৩০, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে কবিদের সংগঠন কতিপয় কবিতাকমীর উদ্যোগে অনুিষ্ঠত হলো গ্রীষ্মকালীন কবিতা উৎসব। শনিবার পাবলিক লাইব্রেরী হলে আয়োজিত জমজমাট এ কবিতা উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ। উৎসবে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও আবৃত্তিকার মোঃ শওকত আলী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি নারায়ন চন্দ্র বর্মা ও আমেরিকা প্রবাসী লেখক আজমল হক রাজু ।

উৎসবে স্বাগত বক্তব্য রাখেন কতিপয় কবিতাকর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলাম। শুভেচ্ছা কথা বলেন, লেখক সোহরাব দুলাল ও জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ ।

এতে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন: বাদল রহমান , নজরুল মৃধা , জোসেফ আখতার, ব্রজগোপাল রায়, জাহিদ হোসেন , মাহমুদ ইলাহী মন্ডল, নাহিদা ইয়াসমিন, এইচ.বি লাভলী, জাকির আহমদ, এস,এম সাথী বেগম, ডক্টর নাসিমা আকতার , তৌহিদা খাতুন , রেজাউল করিম জীবন , এমাদ উদ্দিন আহমেদ, মোস্তফা সারওয়ার জুয়েল, বিমলেন্দু রায়, এস,এম আবদুর রহিম , রুমানা বেগম, মাসুদ বিহংগ, ইরশাদ জামিল , এস,এম আরিফুজ্জামান , মামুনুর রশীদ মামুন, দিনাজী সিরাজ, ফেরদৌসী লিজা, সেলিনা সাত্তার শেলী, কামরুজ্জামান দিশারী, মনিরুজ্জামান মনির, আল আমিন সমাপ্ত, জুয়েল আহমেদ রাহুল , পলাশ আহমেদ, সওদা খানম মিনু, রিয়াজুল হক সাগর , বজলুর রশীদ , কামরুন্নাহার , শ্যামলী রায়, মোকাদ্দেস এ রাব্বী, তৌফিক এলাহী, প্রমূখ । আযোজনটি সঞ্চালনা করেন শরীফ সুমন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৯
  • ৮:১৫
  • ৫:১০