রাঙামাটিতে চার্চিল আটক হলেন ধর্ষণ মামলায়
রাঙামাটি প্রতিনিধিঃ
ধর্ষণের অভিযোগে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের হাতে আটক হলেন, চার্চিল চাকমা (৩৩) তাঁত বোর্ড’র সুপারভাইজার।কোতয়ালী থানার ওসি মোঃ আরিফুল আমিন আটকের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের নারী কর্মী ছদ্ম নাম অনন্যা চাকমাকে প্রেমের ফাঁদে ফেলে তাঁত বোর্ড’র সুপারভাইজার চার্চিল চাকমা দফায় দফায় ধর্ষণ ও একবার গর্ভপাত ঘটায়। অসহায় এ নারী চাকরি জনিত কারণে রাঙামাটিতে অন্যত্র বিয়ে করার পরও নারী এনজিও কর্মী তার হাত থেকে রেহাই না পাওয়ায় রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করে। মামলা নং- ৩ তারিখ- ৫-০৪-২০২৩। সেই মামালায় কোতয়ালী থানার এসআই মাজেদুল ইসলাম এ ধর্ষক রাঙামাটি তাঁত বোর্ড থেকে আটক করে। তিনি তাঁত ডিএসবি কলোনীর বাসিন্দা মনিন্দ্রলাল চাকমা’র ছেলে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোঃ আরিফুল আমিন ধর্ষণ মামলায় আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাকে আমরা আদালতে সোপর্দ করেছি। তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব না।