DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে সেনাক্যাম্পের উপর ব্রাশ ফায়ার

Online Incharge
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

লংগদুতে সেনাক্যাম্পের উপর ব্রাশ ফায়ার

 

আস্থা ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি সেনা ক্যাম্প লক্ষ্য করে মধ্যরাতের ব্রাশ ফায়ার করেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন।

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাঁত সাড়ে ১০টার দিকে পাহাড়ি জনগোষ্ঠীর সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আর্মি ক্যাম্প লক্ষ্য করে অন্তত ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি ছুড়ে।

সংশ্লিষ্ট্য এলাকার কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীলদের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতর্কিতভাবে সশস্ত্র হামলায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও তার আশেপাশে সেনা টহল জোড়দার করা হয়েছে।

তিনি আরও বলেন, থমথমে পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মধ্যরাতে এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্বত্য এলাকার উপজাতীয় সংগঠন সমুহ কর্তৃক দেশের শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ বছর গুলি ছুড়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সমুহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১১:৫৫
  • ৪:১৫
  • ৬:০০
  • ৭:১৪
  • ৫:৪৬